Step 1


রেজিস্ট্রেশন করার পূর্বে, অনুগ্রহ করে নির্দেশাবলী ভালোভাবে দেখে নিন।


 1. প্রথমেই ক্যাটাগরি নির্বাচন করে নিবেন: এক্স-স্টুডেন্ট, প্রেজেন্ট স্টুডেন্ট, টিচার, স্টাফ। দয়াকরে ফরমটি ইংরেজি তে পূরন করুন।
 2. ১৯০ বর্ষপূতি অনুষ্ঠানে অংশগ্রহনকারী প্রাক্তন ছাএদের জন্য নাম, SSC পাসিং ইয়ার, মোবাইল নাম্বার দেওয়া বাধ্যতামূলক।
 3. বর্তমান ছাএদের জন্য নাম, ক্লাস, সেকসন, রোল, মোবাইল নাম্বার (নিজের অথবা অভিভাবকের) দেওয়া বাধ্যতামূলক।
 4. প্রাক্তন শিক্ষক ও স্টাফদের জন্য নাম, স্কুলে যোগদানের সন ও স্কুল ছাড়ার সন, মোবাইল নাম্বার দেওয়া বাধ্যতামূলক।
 5. বর্তমান শিক্ষক ও স্টাফদের জন্য নাম, স্কুলে যোগদানের সাল, মোবাইল নাম্বার দেওয়া বাধ্যতামূলক।
 6. মোবাইল নাম্বার দেবার সময় নিজ নিজ দেশের কোডসহ মোবাইল নাম্বার পূরণ করুন। উদাহারণ: বাংলাদেশের জন্য ৮৮০১xxxxxxxxx, একটি মোবাইল নাম্বারে একাধিক পার্থী রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে একজন দুইবার রেজিস্ট্রেশন করতে পারবেন না।
 7. চেষ্টা করুন ফর্মটির দ্বিতীয় অংশ পূরন করার জন্য। যদিও এই অংশটি পূরন করা বাধ্যতামূলক নয়। দ্বিতীয় অংশটি পূরণ করলে আপনার বিস্তারিত তথ্য আমাদের কাছে সংরক্ষিত থাকবে। বিশেষ করে আপনার ছবি (ছবির সাইজ ২০০ KB বেশি হবে না) ও ইমেইল এ্যাড্রেস দিলে ভালো হয়। ইমেইলের মাধ্যমে আপনি পরবর্তিতে লগইন করে আপনার তথ্য হালনাগাদকরতে পারবেন ও পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
 8. ১৯০ বর্ষপূতি অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি:
 9. প্রাক্তন ছাত্র (২০০৮ থেকে পূর্বের ব্যাচ) ১১৯০/-
 10. প্রাক্তন ছাত্র (২০১৮-২০০৯ ব্যাচ পর্যন্ত) ৬৯০/-
 11. বর্তমান ছাত্রদের জন্য ১৯০/-
 12. কলেজ শাখায় অধ্যায়নরত ছাত্রদের জন্য ৬৯০/-
 13. শিক্ষক / স্টাফ দের জন্য ১৯০/-
 14. ফর্মটি পূরণ করার পর পরই পেমেন্ট এর অপশন আসবে, আপনার পছন্দমত পেমেন্ট গেটওয়ে সিলেকশন করবেন এবং পেমেন্ট গেটওয়ের নির্দেশনা অনুযায়ী পেমেন্ট সম্পূর্ণ হলে আপনার মোবাইলে একটি পেমেন্ট কনফার্মেশন মেসেজ যাবে। সকল অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ২.৫% সার্ভিস চার্জ প্রযোজ্য।
 15. তারপর আপনার দেয়া তথ্য যাচাই বাছাই সাপেক্ষে রেজিস্ট্রেশন কমিটি আপনার রেজিস্ট্রেশনটি অনুমোদন দিবেন। তখন আপনি আপনার মোবাইল ও ইমেইলে রেজিস্ট্রেশন নাম্বারসহ কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন।
 16. যারা ২০/০১/২০১৯ তারিখ এর পর থেকে রেজিস্ট্রেশান করবেন তারা কোন গিফট পাবেন না


Step 2

এই ফরমের সকল অংশ পূরণ করা বাধ্যতামূলক।

Step 3

ফরমের এই অংশটি পূরণ করা বাধ্যতামূলক নয়। তবে পূরণ করলে রাজশাহী কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষের ছাত্র, শিক্ষক এবং কর্মচারীদের ডাটাবেজ তৈরি সহজ হবে এবং পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করা সহজ হবে।

Please Insert Image Smaller than 200 KB